‘শেখ হাসিনাকে আইনি পদক্ষেপের মাধ্যমে দেশে ফেরাতে কাজ করছে দুদক’

0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি পদক্ষেপের মাধ্যমে দেশে ফেরাতে কাজ করছে দুদক। এছাড়া বেনামী প্রতিষ্ঠানের নামে ৮শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম, ভাই রাশেদুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, ভোলার সাবেক সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর ৫১ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ ব্যাংক একাউন্টে ২০৮ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

এদিকে ২০১০-১১ অর্থবছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের অধীনে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ টিম।

এএম