আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিইসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে এই বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
তিনি বলেন, 'এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। অতি শিগগিরই ইসি থেকে লিখিত চিঠি পাঠানো হবে।
এর আগে, ৪ মার্চ স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনার কথা জানায় সরকার। এরই মধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ ২০২৫ জারি করেছেন রাষ্ট্রপতি।