এনআইডি সেবা প্রত্যাহারের প্রতিবাদে কমিশন কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

এনআইডি সেবা প্রত্যাহারের প্রতিবাদে কমিশন কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি | এখন
0

নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছে কমিশন কর্মকর্তারা। দাবি মানা না হলে ১৩ মার্চ থেকে দেশব্যাপী নির্বাচন অফিসগুলোতে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দিয়েছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিইসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে এই বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।

তিনি বলেন, 'এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। অতি শিগগিরই ইসি থেকে লিখিত চিঠি পাঠানো হবে।

এর আগে, ৪ মার্চ স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনার কথা জানায় সরকার। এরই মধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ ২০২৫ জারি করেছেন রাষ্ট্রপতি।

সেজু