হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে নিজ বাসায় খুন

হাবীবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর নিজ বাসায় খুন | এখন টিভি
0

রাজধানীর উত্তরখানের নিজ বাসায় খুন হয়েছেন হাবীবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। আজ (সোমবার, ১০ মার্চ) ভোর আনুমানিক ৫টায় তাকে নিজ বাসায় আহত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিবারের প্রাথমিক ধারণা, তাকে ধারালো অস্ত্র ধারা আঘাত করা হয়। তার সারা শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান স্বজনরা।

এ ঘটনায় উত্তরখান থানায় মামলা রুজু করেছে নিহত সাইফুর রহমান ভূঁইয়ার পরিবার।

এসএস