‘অতি গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

অতি গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস | এখন টিভি
0

অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। আজ (বুধবার, ৯ এপ্রিল) দুপুরে হুট করেই দুদকে হাজির হন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। প্রায় দুই ঘণ্টা সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তারা।

পরে দুদক কার্যালয় থেকে বের হলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে।’

গণঅভ্যুত্থান পরবর্তী দুদক কেমন কাজ করছে সেটা দুদকের পদক্ষেপের মাধ্যমে বোঝা যাবে বলে জানান তিনি।

পরে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তোলেন, অনেকে আবার হয়রানির শিকারও হয়েছেন। আগামীতে যেন সেটা না হয় এটাই আমাদের প্রত্যাশা।’

অন্যদিকে একইদিন শেখ হাসিনা, শেখ রেহেনার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশী ম্যুরাল নির্মাণের অভিযোগে সাত সদস্যের কমিটি গঠন করেছে দুদক।

এএইচ