নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণে রাজউকের অভিযান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ | ছবি: সংগৃহীত
0

নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর নাজিমুদ্দিন রোডে এক ভবন মালিককে জরিমানা করেছে রাজউক। অভিযানে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

এ সময় ভবনের অনুমোদিত নকশা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মালিককে।

রাজউক জানায়, ভবনের নির্মাণ কাজ শুরু করার আগে নকশার অনুমোদন নিতেই হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে ভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, রাজউকের ছাড়পত্র থাকলেও জমির পরিমাণ কম হওয়ায় এখনো নকশা পাননি তারা।

সেজু