সংসদীয় আসন ৬০০ করার প্রস্তাব নারী বিষয়ক কমিশনের

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল করা হয় | ছবি: পিআইডি
0

প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ৬০০-তে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়াও, নারীদের অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।

আজ (শনিবার, ১৯ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নারী বিষয়ক সংস্কার কমিশন জানায়, ৪৩৩টি সুপারিশ করেছেন তারা।

এক্ষেত্রে, যৌন হয়রানি প্রতিরোধ আইনের বিভ্রান্তি এড়িয়ে আইন শক্তিশালী করতে আহ্বান জানিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধির জন্য শূন্যপদ পূরণে যোগ্য নারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ রাখা হয়েছে। গুরুত্বারোপ করা হয়েছে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করারও।

এছাড়াও সরকারি-বেসরকারি সকল খাতে ছয় মাস বা ২৪ সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ।

৫১ শতাংশ নারীর ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন ১৮ নিশ্চিতের সুপারিশ রয়েছে। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিয়ন্ত্রণে ২০২৩ সালের উচ্চ আদালতের নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

সেজু