বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত
1

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ (রোববার, ২৫ মে) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠকে বসবেন।

প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রথম ধাপে বৈঠকে অংশ নেবে এবি পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এলডিপি।

দ্বিতীয় ধাপে বৈঠকে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টি।

এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা।

বৈঠক শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালের এনসিপির বৈঠক | ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস এক কথার মানুষ। তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি সেই সময়সীমার বাইরে যাবেন না। পরবর্তী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস।

এসএস