সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে: ডা. তাসনিম

কথা বলছেন ডা. তাসনিম জারা
কথা বলছেন ডা. তাসনিম জারা | ছবি: এনসিপির ফেসবুক পেজ
1

সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। আজ (সোমবার, ২৮ জুলাই) জামালপুরে জুলাই পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।

ডা. তাসনিম জারা বলেন, ‘সংস্কারের জন্য, জুলাই সনদের জন্য আমরা এখানে এসেছি। সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে। রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে, পরিবর্তন আসতেই হবে।’

তিনি বলেন, ‘আমরা বারবার প্রতারিত হয়েছি, এবার আর আমরা প্রতারিত হবো না। জামালপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু ছাত্ররা পড়তে পারে না। এ ধরনের মেডিকেল কলেজ আসলে কী কাজে আসছে?’

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব বলেন, ‘ফ্যাসিস্টরা রাষ্ট্রের অধিকার হরণ করেছে। রাষ্ট্রের জনগণের অধিকার রক্ষায় আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে অধিকার প্রতিষ্ঠা করব।’

এসএস