যে তরুণরা দেশ গঠন করবে, তারাই চাঁদাবাজিতে ব্যস্ত: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে তরুণরা দেশ গঠন করবে, তারাই চাঁদাবাজিতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ২৮ জুলাই) সকালে শাহবাগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি অংকন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো চাপ সৃষ্টি করে বিএনপিকে দমানো যাবে না। দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা আবারও ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে ঘুরিয়ে-প্যাঁচিয়ে দোষারোপ করার চেষ্টা করছেন যে; আমরা কোঅপারেট করছি না। কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি। কিন্তু সরকারের সংস্কার বিষয়ে অগ্রগতি দেখা যাচ্ছে না।’

এসময় নতুন বাংলাদেশ গড়তে বিএনপি নেতাকর্মীদের ভালো কাজ করার পরামর্শও দেন তিনি।

এসএস