সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে মৌন মিছিল

সচিবালয়ে মৌন মিছিল
সচিবালয়ে মৌন মিছিল | ছবি: সংগৃহীত
0

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদন দেওয়ার প্রতিবাদে মৌন মিছিল কর্মসূচি পালন করছে সচিবালয়ের কর্মচারীরা। আজ (রোববার, ২৫ মে) দুপুরে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত মিছিলটি সচিবালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারীরা এসময় এই আইনকে কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান। তারা বলেন, এই আইন বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত হবে।

এদিকে, আওয়ামী ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারীর দাবিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

আন্দোলনকারীর বলেন, সচিবালয়ের মত জায়গায় এখনো ফ্যাসিস্টদের দোসরা রয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে সচিবালার স্বাভাবিক কর্মকাণ্ড।

সচিবালয় থেকে অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান তারা।

সেজু