আবহাওয়া বিবেচনায় রেখে ঈদের নামাজের জন্য জাতীয় সকল প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি।
মো. শাহজাহান মিয়া বলেন, ‘আবহাওয়া বিবেচনায় রেখে ঈদের নামাজের জন্য জাতীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।’
ঈদের নামাজে ধাতব পদার্থ, জায়নামাজ ও পানির বোতল না নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। বর্জ্য অপসারণে ১০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। ১৮ দিন দক্ষিণ সিটি করপোরেশন বন্ধ থাকলেও জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে কোরবানির বর্জ্য অপসারণে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি করপোরেশন। জনগণের দুর্ভোগ হচ্ছে, কিন্তু জনগণকে সেবা দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি।’
সকাল সাড়ে ৭ টায় জাতীয় ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বায়তুল মোকাররমে ঈদের জামায়াত শুরু হবে সকাল ৮ টায়।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নগর ভবন খোলার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত।