৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

রাকস ভবন
রাকস ভবন | ছবি: সংগৃহীত
0

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। এতে আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ (সোমবার, ২৮ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণার জন্য সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রভোস্ট, রিটার্নিং ও চিফ রিটার্নিং কর্মকর্তাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে রাকসু নির্বাচন কমিশন সকলের উপস্থিততে তফসিল ঘোষণা করেন।

এর আগে বলা হয় নির্বাচন অনুষ্ঠিত করতে বিশ্ববিদ্যালয়ে সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন প্রত্যাশা করেন ছাত্র প্রতিনিধি, পুলিশ, সাংবাদিকসহ সকলেই এ নির্বাচন অনুষ্ঠিত করতে সহযোগিতা করবে। পরে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, অধ্যাপক ড. মোহা. এনামুল হক।

এতে বলা হয়, আগামী ৩১ জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৬ আগস্ট। এছাড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ৭, ১০, ১২ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ আগস্ট, মনোনয়ন বিতরণ ১৭ ও ১৯ আগস্ট, মনোনয়ন পত্র দাখিল ২১, ২৪ ও ২৫ আগস্ট, মনোনয়ন পত্র বাছাই ২৭ ও ২৮ আগস্ট, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট।

অন্যদিকে মনোনয়ন পত্র প্রত্যাহার ২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। এর পর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হলে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনই ফল ঘোষণা করা হবে।

এএইচ