প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে টিউলিপের চিঠি

প্রধান উপদেষ্টা ও টিউলিপ
প্রধান উপদেষ্টা ও টিউলিপ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ অনুরোধ জানান যুক্তরাজ্যের সাবেক এ সিটি মিনিস্টার।

আগামী সপ্তাহে লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সাম্প্রতিক ঘটনায় ভুল বোঝাবুঝি দূর করতে চান টিউলিপ। চিঠিতে ব্রিটিশ এমপি টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে অভিযুক্ত করেছে।

দুদকের দাবি, তার খালা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট দখল করেছেন টিউলিপ।

সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সুবিধা নেয়ার অভিযোগের বিষয়টিও পরিষ্কার করতে চান টিউলিপ সিদ্দিক।

এএইচ