শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই রাজধানীতে ফিরছেন অনেকে। তবে এবারের ঈদযাত্রা ও ফেরার পথে স্বস্তি উপভোগ করছেন সাধারণ মানুষ।
ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় নির্বিঘ্নে রাজধানীতে ফিরছেন বলে জানিয়েছেন রেলযাত্রীরা। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন শেষে ট্রেনের টিকিট পেতে ভোগান্তি ছিল না বলেও জানান তারা।
অন্যদিকে, যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি, তারা এখন গ্রামে যাচ্ছেন। কেউবা রাজধানীর বাইরের কর্মস্থলে ফিরে যাচ্ছেন।