‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানেই নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: এখন টিভি
0

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানেই নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (শনিবার, ১৪ জুন) রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকার যখনই চায়-তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে।

উপদেষ্টা বলেন, ‘অমানবিক পুশ ইন ঠিক নয়; আর অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশিদের ফেরত পাঠানো হবে।'

লন্ডনে প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকের পর গতি পায় নির্বাচনের আলোচনা। খুব শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন এমনটি জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নির্বাচনের অন্যতম শর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

৫ আগস্ট পরবর্তী নানা সময়ে মবের ঘটনা ঘটেছে। সবশেষ বৃহস্পতিবার পটুয়াখালীতে গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা। যদিও এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে সময় নির্বাচনের তারিখের জন্য ডিসিশন নিবেন সেইসময়ের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের দেশের নাগরিক যদি অন্যদেশে থাকে তাহলে আমরা অবশ্যই নিবো। তবে সেটা সঠিক চ্যানেলে আসতে হবে। ’

উত্তরার এপিবিএন ও র‍্যাব ১ এর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশের কাছে থাকবে না ভারি অস্ত্র। জানান, এপিবিএন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বড় ধরনের অস্ত্র তাদের হাতে থাকবে না। এপিবিএনের নিয়ম আর সাধারণ পুলিশের নিয়ম এক না। এবার ঈদের আপনার কোনো খারাপ রির্পোট করতে পারেননি। তাতে বুঝা যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

সেজু