২৫ জুনের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে ‘লাল মার্চ’ কর্মসূচির ঘোষণা

ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন
ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

২৫ জুনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে ২৫ জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ।

আজ (সোমবার, ১৬ জুন) সকালে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে করা সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

এসময় ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর ঐতিহাসিক সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করাসহ জুলাই সনদ প্রণয়নে ১৩ দফা প্রস্তাবনা দেয়া হয়।

২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয় প্রস্তাবনায়।

এসএস