আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত
0

আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ১১টি শিক্ষা বোর্ডে অংশ নেবে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে পরীক্ষার সব আয়োজন সম্পন্ন হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেবে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে অংশ নেবে ১ লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী।

তবে পর্যাপ্ত সময় পেলেও করোনা ও ডেঙ্গু পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কায় আছে পরীক্ষার্থীরা।

এদিকে এবছর প্রায় ১ লাখ পরীক্ষার্থী কমেছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে প্রশ্নফাঁসের গুজব এড়াতে নেয়া হয়েছে সব ব্যবস্থা।

সেজু