বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীরকে প্রত্যাহার

এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া
এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া | ছবি: সংগৃহীত
1

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) তাকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে যুক্ত করা হয়েছে। তবে বেবিচকের নতুন চেয়ারম্যান কে হবেন, সেই বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে পদ থেকে সরিয়ে নেয়া হলো।

এসএস