দেশে করোনায় আরো দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১৮১ জনের নমুনা পরীক্ষা করে এ রোগী শনাক্ত হয়। সে হিসেবে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন ছাড়িয়েছে।

আজ (শনিবার, ২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সে হিসাবে শনাক্তের হার তিন দশমিক ৮২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের একজন পুরুষ, আরেকজন নারী।

এদিকে, সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন।

এএইচ