বিজয় র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাসহ নানান রকম ব্যানার, ফেস্টুন দেখা যায়।
আরও পড়ুন:
র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, জুলাই অভ্যুত্থানের একবছর পূর্ণ হয়েছে আজ। এদিন ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়। নতুন এক বাংলাদেশ পাওয়া গেছে। ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের অবসান ঘটেছে। নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হতে পারে সেজন্য সোচ্চার থাকার আহ্বানও করেন তারা।
উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিজয় ফেস্টের আয়োজন করা হয়েছে।