পুরনো বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: এখন টিভি
0

বায়ুদূষণ রোধে রাজধানীতে চলাচলকারী পুরনো বাসগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ কাজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আজ (সোমবার, ৩০ জুন) সকালে সচিবালয়ে চীনের একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে বায়ুদূষণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। পুরনো ও পরিবেশ বিপজ্জনক যানবাহন নিয়ন্ত্রণে শিগগিরই কঠোর অভিযান হবে।’

এসময় তিনি নির্মাণসামগ্রী পরিবহনের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে বলেন, ‘বালু পরিবহনের সময় অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে ধুলাবালি ছড়াতে না পারে।’ পাশাপাশি জানান, শীত মৌসুম শুরুর আগেই শহরের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে।

এনএইচ