‘ঢাকা পরিষ্কার রাখতে নাগরিক সচেতনতা জরুরি’

ডিএনসিসিতে ডেঙ্গু রোগে মৃত্যু ২০ জনের

ঢাকা শহর
ঢাকা শহর | ছবি: সংগৃহীত
0

চলতি বছরে এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যুর ২০ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ডেঙ্গুতে সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জিহাদী।

আজ (শনিবার, ৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মাশুক নিধান অভিযানে তিনি এ কথা জানান।

রেজাউল মাকসুদ জিহাদী বলেন, ‘মশার প্রতিরোধমূলক পদ্ধতি হিসেবে মশা নির্মূলে সরকারের ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, ডাক্তার, এনজিও কর্মীদের সম্পৃক্ত করা হচ্ছে। শহরকে আবর্জনা মুক্ত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে।’

এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে যার যার বাসার আঙিনা ও আশেপাশে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাজাহান মিয়া।

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের নিয়মিত মশক নিধন কার্যক্রমে গতি বাড়াতে পরিছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।’

এসএস