ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে ভালো করেছে জামালপুর জেলা। পাসের হার ৬০.১৯ শতাংশ। সবচেয়ে খারাপ করেছে শেরপুর জেলা, পাসের হার ৫৩.৭৪ শতাংশ। এছাড়া নেত্রকোণা জেলার পাসের হার ৫৯.৫৮ শতাংশ এবং ময়মনসিংহ জেলার পাসের হার ৫৭.৯০ শতাংশ।
আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বোর্ডের নির্দেশনা অনুযায়ী গুণমান নিশ্চিত করে ফল প্রকাশ করা হয়েছে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। আগামীতে পড়াশোনার মান বাড়ানো ও ফলাফল বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।
আরও পড়ুন:
আজ ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
আরও পড়ুন:
পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।