সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পরিবারটির স্বামী-স্ত্রী ও ৩ সন্তান দগ্ধ হয়েছে বলে জানা গেছে। তাদের সবার অব্স্থা আশঙ্কাজনক। আজ (শুক্রবার, ১১ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলে, রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)। তবে কখন থেকে গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ ও এক বছরে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।

এএইচ