সংসদে নারীর সম্মানজনক অবস্থান নিশ্চিতের তাগিদ ঐকমত্য কমিশনের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে কথা বলছেন আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে কথা বলছেন আলী রীয়াজ | ছবি: এখন টিভি
0

নারীর মর্যাদা ও সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সময়ের দাবি—এ কথা উল্লেখ করে সংসদে নারীর অংশগ্রহণ ও সম্মানজনক অবস্থান নিশ্চিতে গুরুত্বারোপ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘সমতা ও মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে।’

আজ (সোমবার, ১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের ধারাবাহিক ১৩তম দিনের বৈঠকে এ কথা বলেন তিনি। আজ আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান আলোচ্য, সংসদে নারীর সংরক্ষিত আসন ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়টি।

আলোচনার শুরুতেই আলী রীয়াজ স্মরণ করিয়ে দেন গত বছরের ১৪ জুলাইয়ের ঘটনাপ্রবাহ, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অপমানের জবাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছিল। তিনি বলেন, ‘নারীদের দমিয়ে না রেখে, তাদের মর্যাদা দিয়ে এগিয়ে নিতে না পারলে রাষ্ট্রও পিছিয়ে পড়বে।’

তিনি জানান, ঐকমত্য কমিশনের লক্ষ্য নারীকে সমাজ ও সংসদে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা। আর সেই লক্ষ্যে সংস্কার প্রক্রিয়ায় সংসদে নারীর জন্য কীভাবে কার্যকর ও সম্মানজনক প্রতিনিধি ব্যবস্থা গড়া যায়, তা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

এনএইচ