আজ (সোমবার, ১৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হালনাগাদ ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্ষা মৌসুমের আগেই কোথায় নদীভাঙন হতে পারে, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। শুধুমাত্র বন্যা শুরু হওয়ার পর কাজ শুরুর মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে ওয়েবসাইটে সংযোজিত নতুন ফিচার হিসেবে বন্যার পূর্বাভাস, জরুরি সময়ে করণীয়, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। একইসঙ্গে আগের বন্যাগুলোতে সংস্থাটির কার্যক্রম ও ভবিষ্যতের করণীয় নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা জানান, বন্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। আপগ্রেডকৃত ওয়েবসাইটটি এ ক্ষেত্রে কার্যকর সহায়তা দেবে বলে তারা আশা প্রকাশ করেন।