আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনাগুলো দুঃখজনক। দেশের মানুষ শান্তিপ্রিয়, তাই রাজনৈতিক কার্যক্রমও শান্তিপূর্ণভাবে চলা উচিত।’
এসময় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে নৌকা প্রতীক পুনরায় যুক্ত হওয়া নিয়ে উপদেষ্টা বলেন, ‘এই প্রতীক দিয়েই আওয়ামী লীগ তিনবার মানুষের ভোটাধিকার হরণ করেছে। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে থাকা উচিত নয়। আমি অনুরোধ করবো, ইসি বিষয়টি পুনর্বিবেচনা করুক।’