আজ (সোমবার, ২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের ১৬তম দিনের বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রীয়াজ। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
আলী রীয়াজ বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘ আলোচনার সুযোগ আর নেই। আমরা মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্রদের জীবনদানের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘কমিশন যেসব সংস্কার গুরুত্বপূর্ণ মনে করছে সেগুলোই উপস্থাপন করছে, তবে কাউকে জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না।’
আজকের বৈঠকে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা হবে।