মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০, আহত ১৭১

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত | ছবি: এখন টিভি
0

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন। আজ (সোমবার, ২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সবশেষ আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (সোমবার, ২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সময় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে জনবিরল অঞ্চলে বিমানটি অবতরণের সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের মধ্যে অনেককে বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুর্মিটোলা হাসপাতালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

বিমানবাহিনী প্রধান বর্তমানে সরকারি সফরে দেশের বাইরে থাকলেও সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ব্যবস্থাপনায় তদারকি করছেন।

এ দুর্ঘটনায় বিমানবাহিনী গভীরভাবে শোকাহত বলে জানিয়েছে আইএসপিআর। তারা হতাহতদের চিকিৎসা ও সার্বিক সহায়তায় তৎপর রয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএইচ