জানা যায়, আজ দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত তিন জন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে বলে জানা গেছে। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এ অবস্থায় সেখানের নিরাপত্তা বিবেচনায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।