সচিবালয়ের সামনে দুই ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া
শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া | ছবি: এখন টিভি
0

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে এ ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয় এলাকা ও আশপাশে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সামনে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের প্রতিটি গেটে সতর্ক অবস্থান নেন।

সেখানে ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে তারা প্রথমে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে এসে সচিবালয়ের সামনে অবস্থান নেয়।

বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধরা সচিবালয়ের গেট টপকে ভেতরে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ শুরু করে।

বিক্ষুব্ধরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর পরিস্থিতি বেগতিক হলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিকেল ৪টার কিছু পর শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দিতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন:

পরে বাইরে অবস্থান করে শিক্ষার্থীরা। দফায় দফায় সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সচিবালয়ের গেট থেকে তাদের সরিয়ে দিলে বিক্ষুব্ধরা গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেয়।

একপর্যায়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও এর আশপাশে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ইটপাটকেল ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সবশেষ পৌনে ৬টায়ও এ এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে দেখা গেছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

এএইচ