দলগুলোর প্রতিনিধিরা অভিযোগ করেন, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকার ফ্যাসিস্ট আমলের মতো আচরণ করায় ওয়াকআউট করে বাম নেতারা।
প্রতীকী ওয়াকআউট শেষে পরবর্তীতে সভায় যোগ দেন তারা। সভার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গণতান্ত্রিক চর্চায় কমিশন এ ওয়াকআউটকে স্বাগত জানায়।’ এটা রাজনৈতিক অধিকার মন্তব্য করে তিনি আশা করেন, সরকার তাদের বিষয়টা বিবেচনা করবেন।
নির্বাচন কমিশন গঠন, সরকারী কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠক চলছে।