ঢাকায় পৌঁছেছে ভারতীয় চিকিৎসক দল

বাংলাদেশ ও ভারতের পতাকা
বাংলাদেশ ও ভারতের পতাকা | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোন স্কুল ও কলেজে সাম্প্রতিক বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে একটি বিশেষায়িত ভারতীয় চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। আজ (বুধবার, ২৩ জুলাই) ঢাকায় পৌঁছেছে দলটি।

দলটি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত।

উল্লেখযোগ্যভাবে, এই দুইটি হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার দ্রুত এই চিকিৎসক দল পাঠায়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে উভয় দেশ।

এসএস