জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আদালত প্রাঙ্গনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
আদালত প্রাঙ্গনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক | ছবি: সংগৃহীত
1

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন।

রাত পৌনে ৮টার দিকে খায়রুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে হাজতখানায় রাখা হয়। একই সঙ্গে আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আব্দুল কাইয়ুম আহাদের ওপর গুলি বর্ষণসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার দুই পায়ে ব্রাশ ফায়ার করেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন। এক পর্যায়ে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের বাবা মো. আলা উদ্দিন। এ মামলার ৪৪ নম্বর আসামি হিসেবে খায়রুল হকের নাম রয়েছে।

এর আগে, আজ সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ডিবির যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছিলেন।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসাবে এ বি এম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। 

এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত-সমালোচিত এ বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল।

এসএইচ