জরুরি স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
1

জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। আজ (বুধবার) দিবাগত রাত দেড়টার দিকে সাবেক এ প্রধানমন্ত্রীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে তার ব্যক্তিগত চিকিৎসকরা গুলশানের বাসা থেকে রওনা হবেন বলে জানিয়েছিলেন।

হাসপাতালের নেয়ার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছেি।

ডা. জাহিদ জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না।

এদিকে রাত ১টা ১৫ মিনিটে বিএনপির ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানস্থ বাসভবন ফিরোজা থেকে কিছুক্ষণের মাঝে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ারে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

সেজু