যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে ফিরে এলো দুবাই ফেরত বিমান

ফ্লাইট বিজি-১৪৮
ফ্লাইট বিজি-১৪৮ | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। উড়োজাহাজটিতে থাকা ২৮৭ জন যাত্রী অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি-১৪৮ দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করে। এরপর ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু টেকঅফের মাত্র ২৫ মিনিট পরই বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে ক্যাপ্টেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে আবারও চট্টগ্রাম বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

এরপর ৮টা ৫৮ মিনিটে বিমানটি শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করে এবং বে নম্বর-৮-এ রাখা হয়। বিমানের সব যাত্রী নিরাপদে আছেন বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। ২৮৭ জন যাত্রীকে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকাগামী বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে তুলে দেয়া হয়েছে।

এনএইচ