মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: দগ্ধ আরও একজনের মৃত্যু

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

বিমান বিধ্বস্তের পর অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থী মারা গেছে। মাকিন (১৩) নামের ওই শিক্ষার্থীকে আজ (শুক্রবার, ২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল মাকিন। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

আরও পড়ুন

মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫১ জন।

এনএইচ