নিহত শিক্ষিকা মাসুকার কবরে পুষ্পস্তবক ও গার্ড অব অনার দিলো বিমানবাহিনী

বিমান বাহিনী গার্ড অব অনার
বিমান বাহিনী গার্ড অব অনার | ছবি: এখন টিভি
0

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্ত ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ (শুক্রবার, ২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অব অনার প্রদান করেছে বিমানবাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা।

এ সময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ‘ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লায়িং করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘যে কোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লায়িং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।’

ইএ