নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে একটি বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বিশেষ দোয়ায় অংশ নেন।
কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক শোকাহত পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। জাতি হিসেবে আমরা শোকাহত। আমরা আমাদের গভীর শোক প্রকাশ করছি এবং সকল নিহতদের জন্য দোয়া করছি।’
এসময় বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি পৃথক মোনাজাতও করা হয়।—বাসস