নিহত পাইলট তৌকিরের কবর জিয়ারত করেছে বিমান বাহিনীর প্রতিনিধি দল

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের কবর জিয়ারত
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের কবর জিয়ারত | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের কবর জিয়ারত করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় বিমান বাহিনী প্রতিনিধি দলের সাথে পাইলট তৌকির ইসলামের পরিবারের সদস্যগণসহ স্থানীয় জনসাধারণ এ বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করে।

এর আগে, গত ২২ জুলাই বিকালে রাজশাহীর সপুরা কবরস্থানে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে রাষ্টীয় মর্যাদায় সমাহিত করা হয়।

উল্লেখ্য, গত ২১ জুলাই প্রশিক্ষণের শেষ ধাপে নিজের প্রথম একক যাত্রার সময় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

ইএ