আজ (শনিবার, ২৬ জুলাই) হোটেল সোনারগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সামগ্রিকভাবে সবাই কাজ করলে আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ সামনে রয়েছে। আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে আমাদের কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, প্রাণ হারিয়েছে তাদের ভুলে গেলে চলবে না। তাদের দেখানো পথেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।’
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ছিল অঙ্কন প্রতিযোগিতা।