বিজ্ঞপ্তিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫’ এর ধারা ১৬ অনুযায়ী নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। তাই, নতুন নীতিমালার অধীনে ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাগুলোকে ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আবেদন ফরম (ইও-১) জমা দিতে হবে।
এ আবেদন ফরম, নীতিমালা এবং বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা ও ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন নীতিমালায় পর্যবেক্ষকদের যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ইসি নির্ধারিত এসব নতুন নীতিমালার আলোকে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেবে।
উল্লেখ্য, ইসি গত ১৭ জুলাই ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করে এবং এর সাথে পূর্বের ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে।