‘৩ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন’

অধ্যাপক ড. আলী রীয়াজ
অধ্যাপক ড. আলী রীয়াজ | ছবি: এখন টিভি
0

জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী কালকের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘আগামী ৩ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ১৯তম বৈঠক শুরু হয় আজ (রোববার, ২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে।

রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন-সংক্রান্ত প্রস্তাব আজকের আলোচ্য সূচি নির্ধারণ করা হয়।

বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ‘গত ১৮টি বৈঠকে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে।’

অন্যদিকে ৭টি বিষয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি এবং ৩টি বিষয়ে আলোচনা হয়নি বলে জানান কমিশনের সহ সভাপতি।

এনএইচ