রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ১৯তম বৈঠক শুরু হয় আজ (রোববার, ২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন-সংক্রান্ত প্রস্তাব আজকের আলোচ্য সূচি নির্ধারণ করা হয়।
বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ‘গত ১৮টি বৈঠকে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে।’
অন্যদিকে ৭টি বিষয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি এবং ৩টি বিষয়ে আলোচনা হয়নি বলে জানান কমিশনের সহ সভাপতি।