বিমান দুর্ঘটনা: দগ্ধ আরও দু’জনকে হাসপাতাল থেকে ছাড়

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দীন
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দীন | ছবি: এখন টিভি
0

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুইজন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অন্যজন একজন উদ্ধারকর্মী।

আজ (রোববার, ২৭ জুলাই) দুপুরে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দীন।

তিনি জানান, এখন পর্যন্ত নতুন করে কারও মৃত্যু হয়নি। আইসিইউতে ভর্তি থাকা ৪ জন রোগীর অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। যাদের মধ্যে ২ জন ভেন্টিলেশনে আছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জনের মধ্যে ২৮ জনই শিশু, বাকি ৬ জন বয়স্ক। নিজস্ব ব্যবস্থাপনায় দগ্ধদের চিকিৎসা ও প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে বলেও জানান পরিচালক।

এতে রোগী কিংবা স্বজনদের হয়রানির কোনো সুযোগ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

অন্তত এই মুহূর্তে কোনো দগ্ধ রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান ডা. নাসির উদ্দীন।

এনএইচ