স্ট্যাটাসে রাফি লেখেন, ‘লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব প্রয়োজনীয়।’
উল্লেখ্য, গতকাল রোববার (২৭ জুলাই) নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দশ ট্রাক অস্ত্রের চালান আটকের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের সমালোচনা করেন তিনি। বলেন, ‘হ্যান্ডেল করতে পারেন না, তাহলে অস্ত্র আনলেন কেন।’
তার বক্তব্য ঘিরে নেত্রকোণায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়।