বিশেষ অভিযানের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে সেটি তাদের নিজস্ব বিষয়।’ যেকোনো সময় নিরাপত্তার জন্য তারা এমন অভিযান চালাতে পারে বলে জানান উপদেষ্টা।
আরও পড়ুন:
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেসব দেশের সঙ্গে চুক্তি আছে তাদেরকে অন-এরাইভাল ভিসা দেয়া হচ্ছে।
রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, গঙ্গাচড়ায় সনাতন পল্লীতে হামলার ঘটনায় আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।