হাসপাতালটিতে এখনো ভর্তি রয়েছেন ৩২ জন। তাদের মধ্যে ২৭ জনই শিশু। অ্যাডাল্ট মাত্র ৫ জন। চিকিৎসা শেষে একজনকে আজ ছাড়পত্র দেয়া হয়েছে।
একজনকে আইসিইউ থেকে আনা হয়েছে সাধারণ ওয়ার্ডে, যা চিকিৎসায় অগ্রগতির ইঙ্গিত। এখন আইসিইউতে রয়েছেন ২ জন, আর সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন ৭ জন। তবে এখনো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
দুপুরে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এরপর থেকে সব তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।