কোয়াবের সভাপতি সাইফুল হোসেন, সম্পাদক মোশারফ আলী

কোয়াবের নবগঠিত কমিটির ফলাফল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
কোয়াবের নবগঠিত কমিটির ফলাফল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান | ছবি: এখন টিভি
1

কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল হোসেন সোহেল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোশারফ আলী চঞ্চল।

আজ (বুধবার, ৩০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে নবগঠিত কমিটির ফলাফল ও দায়িত্ব হস্তান্তর করেন কোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আক্তার হোসেন।

আগামী দুই বছরের জন্য কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব পেলেন ৩৩ জন নির্বাচিত প্রতিনিধি। এর মধ্যে পদধারী ২১ জন। ১২ জন কার্যনির্বাহী কমিটির সদস্য।

আরও পড়ুন

এতে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যসহ নবগঠিত কমিটির সদস্যরা। কোয়াব সদস্যদের সমস্যা দূর করে সংগঠনকে এগিয়ে নেয়ার কথা জানান নবনির্বাচিতরা।

এর আগে গেলো ২৪ জুলাই কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এনএইচ