জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচী
শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচী | ছবি: সংগৃহীত
0

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে জুলাই যোদ্ধার ব্যানারে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। আজ (শুক্রবার, ১ আগস্ট) সকাল থেকেই শাহবাগ মোড়ের প্রধান সড়ক আটকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন তারা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বিষয় আনুষ্ঠানিক কোন বার্তা না আসা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান আন্দোলনকারীরা।

অবরোধকারীরা জানান, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি। শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া। শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা। আহত ব্যক্তিদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা। আহত ও শহিদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা। শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা। শহিদ ও আহত ব্যক্তিদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকাজ সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

সড়ক আটকেই দুপুরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। তাদের এ অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় দেখা যায় তীব্র যানজট। এসময় পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীদের মধ্যে অনেকে দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেত হয়েছেন বলেও জানান তারা।

ইএ