সব স্তর থেকে সংকীর্ণ রাজনীতি দূর করতে হবে: ড. শেখ আব্দুর রশীদ

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশীদ
মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশীদ | ছবি: সংগৃহীত
0

শুধু প্রশাসন ও সংবাদমাধ্যমকে দলমুক্ত করলেই হবেনা বরং সব স্তর থেকে সংকীর্ণ রাজনীতি দূর করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশীদ।

আজ (রোববার, ১০ আগস্ট) বিকেলে অফিসার্স ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জাতীয় নির্বাচনে জনপ্রশাসনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ কথা বলেন।

আলোচনায় অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘নির্বাচনের আগেই সরকারি বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিস্টদের সরাতে হবে, নইলে তারাই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।’

রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত স্বার্থে একত্র হতে পারলেও দেশের স্বার্থে কেন একত্র হতে পারছেন না তা প্রশ্নবিদ্ধ।’ তিনি আরও বলেন, জনপ্রতিষ্ঠানগুলো অতীতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এএইচ